স্বল্প আমি, অল্প আমি, চিনি আমায় চিনি
নেইকো কিছু শক্তি আমার, শ্রেষ্ট্র প্রাণি জানি।


পাইযে আমি আলো বাতাস-বর্ষা বারি সবই
তবু কেন নীরস আমি, কোন ভ্রমেতে পড়ি?
ব্রতী আমি কোন খেলাতে কর্ম আছে বাকী,
হাসছে দেখে সব প্রাণিরা, চেতন কি আর হবে?


ভাগ‌্য আমার শেষ ভরসা, স্বপ্ন-নীরব নতুন আশা
আসবে যবে দমকা হাওয়া, উড়বে আবার প্রাণ প্রতিভা।
সৃষ্ট আমি সে মালিকের, কিছু যার নেইযে বৃথা।
ফলপ্রসূ করতে হলে -চেষ্টা কর্ম মিলিয়ে গাঁথা।