উম্মুক্ত লীলাভূমি, ভয়াল মহাসাগর,
দুনির্বার মহাযুদ্ধ, বিদগ্ধ খরতাপ, মানবীয় ক্রান্তিকাল।
পৃথিবীর শোভা, অরণ্য গহীন, মহিমা স্রস্টার।
লড়েছে অভিরত, প্রত্যক্ষ করেছে জলচ্ছাস উত্তাল।


সুপ্রাচীন সভ্যতা, নাতিশীতোষ্ণ বায়ু, উদার প্রকৃতি-
সুন্দরী বৈচিত্র,  উন্নত জীবজগত, অন্ন, বস্ত্র, বাস্তুসংস্থান।
নৈসর্গিক প্রকৃতি, অলস সময়, উন্নতির সহজ দ্বার
ঐতিহাসিক সংস্কৃতি, অর্থনীতির বিশাল মুক্তবাজার।


সংকটাপন্ন উদ্ভিদ, বিপন্ন প্রাণিকূল, ম্লান প্রকৃতি, দূষিত জল,
বিষাক্ত বায়ু, অসহ্য শব্দদূষণ, চিংড়ির ঘের, সার- বিষ,
অহরহ দংশন, ঘোর তমাশা, অরক্ষিত ব্যবস্থাপনা।
উড়ে যাক সব আগ্রাসন  মানব ঘুর্ণিবাত।