জীবন চলে জীবনের প্রয়োজনে, অনেক তেরছা নীতি।
থামতে হয় সময়ের হেতু,সসীম এ গতি ।
বাঁচতে হয় নিজের তরে, শ্বাস থাকলেই আঁশ।
বিশেষ দায়িত্ব  উপরে, পালনেই স্বর্গবাস।
সামাজিক জীব সবে, নেই ভেদাভেদ সমতার।
সংযত অনুভুতিই করে, সুস্থ জীবনের পারাবার।
প্রার্থনা মাঝে দেখ, সুস্থ, সুন্দর মনের খাবার।
শ্রমিক আছে শ্রমের তরে, মহানুভবতা তাঁর।
পরিমাণ আছে সব কিছুতে, নিয়ম আছে সবার।
মানতে হয় মানার যারে, দেখাতে হয় স্থিতি।
চলতে হয় চলার প্রয়োজনে, রযেছে চলার শক্তি।
বলতে হয় বলার প্রয়োজনে, অসত্যে কিসের ভক্তি।
জ্বলতে হয় তার প্রয়োজনে, অসীমের মহাশক্তি!
সঙ্ঘর্ষ, সমর কেমনে হবে, নিরাপদ পৃথিবী।