মুয়াজ্জিনের ডাক, কৃষকের ট্রাক্টর, পাম্পের শব্দ
শিশুদের স্কুল, মসজিদ, মাদ্রাসার ঘন্টা ধ্বনি,
ধান গাছের পাতার সুগন্ধ, থানকুনি পাতার আদর,
কার্পেটে মোড়ানো দুর্বাঘাস; অর্জুন, আকন্দ।


হাঁসের পাল, পোলট্রি, সবজির, মাছের ঘের;
প্রযুক্তি, শিল্প, জ্ঞানে মানুষের নেই ভেদাভেদ।
মানুষ ভরা, সম্পদে ভরা তবে কেন দিশেহারা;
হাতটি বাড়াও  দু'পা চালাও মরুতে হবে উদ্ভিদ।