জীবটি অতি ক্ষুদ্র জানি, দেখা য়ায় না চোখে;
অণুবিক্ষণ যন্ত্র দিয়ে, খোঁজা লাগে তারে।
সহনশীল তাপমাত্রা, সময় পেলে তাই,
লক্ষ লক্ষ দ্বি-বিভাজনে ভাগ হয়ে যে য়ায়।
পানি দূষণ, খাদ্য দূষণ সবই করে তারা,
যাদের ভয়ে সকল জীবন নিত্য দিশেহারা।
উর্বরতা নষ্ট করে, আবার করে ভাল;
এন্টিবায়োটিক, সিরকা, দই তাদের কাজে হল।
সবই নয় ক্ষতির কারণ, চিনতে হবে আরো,
নিয়ন্ত্রনে রাখলে তবে, অনেক কিছু পাব।