ক্লোরোফিল বিশিষ্ট, প্রাচীনতম আজব উদ্ভিদ,
প্রায় ত্রিশ হাজার প্রজাতির ঐ বিচিত্র সব জীব।
স্বভোজি, নিজের খাদ্য নিজে তৈরী করতে পারে,
বিভাজন ও সংশ্লেষ সহজ, বংশবিস্তার করে।
নীলাভ সবুজ, বাদামী, লাল বিভিন্ন রঙের হয়,
জলজ পরিবেশ সাগর, নদী,খাল পুকুরে রয়।
অনেক করে মাটি, পাথর, গাছের বাকলে বাস,
জীবনচক্রের মাঝে আছে নানান আজব ধাপ।
স্পিরোলিনা, স্পাইরোগায়রা, আরো সারগাসাম,
মানব জীবন ধন্য মোদের কত কি পেলাম!
উপকারই বেশী আছে, শৈবাল কে যে চেনে,
খাদ্য, ভিটামিন, ঔষধ মেলে ওদের দেহ খেলে।