বহু জাতে মাছ আছে, অস্থি তরুণাস্থি
পুকুর, খাল, নদী, সাগর ও মহাসাগরে।
আকার, রঙে ভিন্নতা অনেক চরিত্রে
আঁইসের কারুকাজ, অনন্য অভিযোজন।
পরিযান করে জীবনের তরে লক্ষ লক্ষ
এখনো অজানা অনেক, এদের মহাজগৎ।
কতিপয় আছে নিরামিষ ভোজী, আছে সর্বভোক
নিজেই খাবার হয়, এতে নাকি অন্য সুখ।