আমায় নাহয় আজ আর ভালো নাই বা বাসলে।
আমি তো কাঙাল শুধু একটু খানি আদরের।
তাতে খাঁদ থাকুক, প্রয়োজন শুধু তাৎক্ষণিক  ক্ষুধা  মিটানোর।
নাই বা দিলে আজ আর ঘরের ভেতর আসতে।
তোমার গলার স্বর হঠাৎ শুনবো বলে,
নিঃশ্বাস বন্ধ করে আত্মচিৎকার গিলে।
উঠোনে পারবো  আমি অকপট দাঁড়িয়ে থাকতে।


লুকিয়ে দীর্ঘশাস , তোমাকে ছোঁয়ার অহেতুক কামনায়,
দরজার ওপাশে হাসির শব্দে স্নাত তুমি প্রেমিকার মায়ায় |


এক থমথমে দুপুরে অপেক্ষায় ক্লান্ত  আমার ঘাম সিক্ত মুখ।
ঈশ্বরকে বলি এই সর্বভুক অস্পৃষ্ট দেহের অভূমিষ্ঠ  বলির রক্তক্ষরণ!
আমার নখের আঁচড়ে যে ভূমি ভেসে যাবে অশ্রু আর রক্তের সংঘাতে,
কোনো এক সন্ধ্যায় যদি ছুঁয়ে দেয় তোমার আকাশে হয়ে রং ,
আমি তোমার সেই মুগ্ধ দৃষ্টির মাঝে খুঁজে নেবো এক টুকরো সুখ।