প্রতিবিম্বের সামনে আমি এখন দাঁড়িয়ে।
মুগ্ধ হয়ে যখন গেলাম এগিয়ে,
দীর্ঘ নিঃশ্বাসে শুনতে পেলাম ,
আমার ছায়া গেছে হারিয়ে।
সাদা কালো আমার বিশ্বস্ত অস্তিত্বের মৃত্যু হয়েছে।
রঙিন মিথ্যে রং লাগানো মুখের স্নিগ্ধতা
আলোর অপমানে গলে পড়তে শুরু করেছে ।
আমি পিছনে তাকালাম , ক্ষীণ আশায় ,
আমার হারানো ছায়াকে , যদি ছুঁতে পাই !
হাহাকার ভরা আর্তনাদ শুনে থমকে দাড়াই।
অলীক প্রতিবিম্ব আর সত্য ছায়ার নীরব লড়াই।