আসলে এভাবে কোনদিন ভাবতে পারিনি
ভাবনার দরজায় খিল এটেছিল বেশ আগেই
শেষবেলায় শুধু খুজে যাচ্ছি না পাওয়া উত্তরগুলো
প্রশ্নগুলো গলায় বিধে আছে শুকনো কাটারুপ
ষাটোর্ধ এই আমি এখনো বড্ড ভারসম্যহীন
ঝাপসা দেখি এখন সবকিছুই
মানুষ, বস্তু, প্রকৃতি
দু'দোটো অপারেশনেও কিছু কি আর বদলালো?
রোগাক্রান্ত বৃদ্ধ শরীরে বোঝা হয়ে বসে আছি
হাত পা কোমড় সব বড়ই অবাধ্য!
তারা যেন ঝাঝিয়ে বলে, এই যে বুড়ো!
অনেক হয়েছে বেচে থাকা!
এবার পটল তুলো! তোমার ভাড় সইতে
সইতে খুব ক্লান্ত!
আমি চুপটি মেরে শুনি ওদের বিদ্রুপ!
কি বলব আমি?
সেই অধিকার তো খুইয়েছি বেশ আগেই
ওরা যে এখনো সাড়া দিচ্ছে এইতো বেশ
চলে যাচ্ছি সব মায়া ও সম্পর্কের বন্ধন ছেড়ে
সাড়ে তিনহাত গোড়ে অপেক্ষা করছে কেউ প্রশ্নপত্র নিয়ে
জীবনের ক্ষুদ্র পরিসরে কত কি দেখলাম!
তবুও বেচে থাকার স্বাধ রয়ে গেল!
আচ্ছা মৃত্যু ব্যাপার টা এত ধোয়াশা কেন?
জেনে রাখো মৃত্যু বন্ধু! আমি অপেক্ষা
করছি তোমার জন্য সুস্থিরভাবে
আজকাল থেকে নয়, তিন দশক ধরে
তুমি এসো মোর ভাংগা জানালার কিরণভেদে
নতুন করে পাওয়ার মতো আর তো কিছু নেই
তুমি এসো বন্ধু! এসো কিন্তু.....