ফিন্যান্স ক্লাসে প্রথম দেখা...
তোমার সাথে আমার খুব সাদামাঠা পরিচয়..
এরপর বন্ধুত্বের সুত্রপাত...
হাতিরঝিলে ঘুরতে যাওয়া..
অপরিচিতের মত লুকিয়ে লুকিয়ে দেখা..
দিনরাত চ্যাটিং!
আড়চোখে তোমাকে দেখা.
তোমার জন্য অপেক্ষা করা..
হঠাত করে বুঝতে পারলাম "আমার অস্তিত্বের কতটা অংশজুড়ে তুমি"
সময়ের সাথে আবেগের ঘড়ির খুব দ্রুতগমন..
আমি সত্যিই প্রেমে পড়ে গেলাম!
এরপর কত প্ল্যান, কত ভাবনা!
কত রাত,কত প্রহর।
কিভাবে বলব তোমায় মনের কথা...
এরপর সত্যিই এল কাংখিত দিন...
রাতজেগে বিধাতার কাছে প্রার্থনা..
ভোরবেলা পত্র লিখন...
সেদিন কিছু বর্ণমালা দিয়ে শব্দগুচ্ছ লিখিনি..
হৃদয়ের ক্যানভাসে ভালবাসার চিত্র এঁকেছি...
রমনার বৃক্ষের ছায়ায় বসে আছি দুজন..
তুমি আমি চুপচাপ!
তুমি শোনার অপেক্ষায় আমি বলার....
এভাবে দু'ঘন্টা পার...
তুমি বিরক্ত হলে, আমি নিরুপায় হলাম!
এরপর তোমাকে চিঠি দেয়া...
তুমি পড়তে থাকলে আর হাসতে থাকলে...
আমি ঢিপ ঢিপ বুকে অপেক্ষা করছি..
এরপর তোমার প্রত্যাখ্যান...
আমার সময় যেন আটকে গেসে..
নি:শ্বাস নেয়াও কষ্ট হচ্ছিল..
অনেক কষ্টে চোখের জল সামলে নেয়া আবোলতাবোল বলতে থাকা....
ভেবেছিলাম এখানেই হয়ত গল্পের সমাপ্তি..
কিন্তু তা ছিল আমাদের গল্পের বর্ণিল সুচনা...
এরপর কাছে আসা, ভালবাসার ঝকমকে কুঁড়েঘরে কিছু সুন্দর স্বপ্ন বোনা....
তোমাকে নিয়ে আবর্তিত আমার নতুন পৃথিবী.
সাথে কিছু নতুন বন্ধু!
যারা তোমার জগতের অবিচ্ছেদ্য অংশ!
এরপর কিছু দারুণসময় কাটানো..
প্রতিদিন রিকশায় ঘুরা..
লজ্জায় তোমার মুখ ঢাকার চেষ্টা!
স্মৃতির পাতায় সুখকর কিছু অনুগল্প...
তোমাকে নিয়ে আমার কবিতা লেখা...
তোমার সুরের মুর্ছনায় আমার ডুবে যাওয়া
তোমাকে একদিন না দেখলে আমার দিন
গুলো শুন্যতায় ভরে যেত!
আর একরাত কথা না হলে.......
সময় এতদ্রুত পথ চলত, যেভাবে স্বপ্ন কেড়ে নেয় সময়...
সুন্দর সময়গুলো হঠাত কেমন যেন হয়ে গেল..
আমরা আস্তে আস্তে দূরে সরতে থাকলাম.
তোমার সাথে বাড়তে থাকল ক্রোমশ দুরত্ব..
আমি পাগল হতে থাকলাম.....
একসময় স্বপ্নের মত তুমি সত্যিই চলে গেলে..
তোমার স্মৃতিমালা আঁকড়ে আমি বেচে রইলাম...
কত নির্ঘুম রাত, কত ক্লান্ত দিবস....
আমার ছুটে চলা!
আমি পালাতে থাকলাম বাস্তবতা থেকে..
নিজের কুৎসিত ঘোর থেকে...
বাস্তবের তুমি চলে গেলে, কল্পনার তুমি রয়ে  গেলে..
আপন করে নিলে আমায়...
আমার হয়ে গেলে..
আমার চোখের অবদমিত জল পরম মমতায় মুছে দিলে...
আমার কুঁকড়ে যাওয়া শরিরকে পরম মমতায় টেনে নিলে...
আমাকে শেখালে প্রেম শুধু প্রাপ্তিই নয়, ত্যাগ ও বটে..
আমি সামলে উঠলাম!
রক্ত মাংসের মানুষটা চলে গেলেও
রয়ে গেল তার বর্ণিল অবছায়া..
আমার ভালবাসার গদ্য এখানেই শেষ নয়..
উপাখ্যান হয়েই সমাপ্তি ঘটবে..
একসময় হয়ত আমি থাকবনা,
বেচে থাকবে আমার কবিতা...
আমার কবিতার প্রাণ হয়ে থাকবে তুমি...
সত্যিই ভালবেসেছিলাম...!
তোমাকে আমি একটা কবিতা শুনাতে চাই.


"ভালবেসেছিলাম......"
অনেক দিন আগে তোমায় ভালবেসেছিলাম,
সেই রেশটা বোধয় এখনও রয়ে গেছে অনেকটাই;
মাঝে মাঝে ভাবি এই অনুভূতিটাকে সম্ভবত-
সারাটা জীবনই বয়ে চলতে হবে।
তবে এখন থেকে আমার ভালোবাসা আর তোমায় ছোঁবে না,
আমি চাই না আমার অস্তিত্ব তোমাকে আর কাঁদাক, যন্ত্রনা দিক;
যে যন্ত্রণায় তুমি মধ্যরাতে কুঁকড়ে যাও,
আমি সত্যিই চাই না।
আমি তোমাকে অনেক বেশী ভালোবাসতাম।
আমার সমস্ত পাগলামি,আমার ঈর্ষা,আমার লজ্জা
আমার ব্যক্ত অব্যক্ত সমস্ত অনুভূতি,
যারা রক্তস্রোতের মত তীব্রতম বেগে আমার ধমনী দিয়ে
বয়ে চলে, জন্ম দিয়েছে অনন্য এক ভালোবাসার।
তাই আজ আমার ঈশ্বর জানেন,
আমি তোমাকে এখনও ভালোবাসি প্রথম দিনের মতই...


ভাল থেকো প্রিয়া