আমার অনেক একলা থাকার ভয়
সব হারিয়ে নিঃস্ব আমার স্বর
জীবন আমার শুন্য খেলাঘর
তোমায় ভেবে রাত পেরিয়ে ভোর
আমি এখন মিছে গল্পের নর


আকাশ সবে মেঘলা বাতিঘর
সব ভুলে সেজেছে রুপের বর
কষ্টে তার বুক হয়েছে ভার
আজ কাদবে মনটা খুলে
সব ভুলে জড়িয়ে আমার ধর


আমায় কেনো ভালোবাসোনা বল
এমন কি পাপ করেছি
এক পলকে ছেড়ে করেছ পর
আমার অনেক একলা থাকার ভয়


সবাই কেমন করছে না চেনার ভান
কাছে গেলেই ঠেলে বলেছে 'মর'
তোমায় আমি বেসেছি ভালো
সবকিছুর উপর ধরেছি বাজির দর
তুমি ফিরবে বলে সাজিয়েছি আপনা ঘর
আমার অনেক একলা থাকার ভয়