শব্দরা থেমে থাকে চুপচাপ
আমিও চুপসে থাকি
নিজেকেই খুজি-ফিরি
হারিয়েছি বেশ আগে
আমি আমার আমিতে নিঃস্ব
নিস্তব্ধ রজনী কিংবা বিবশ দিবসে
অবশ দেহে পড়ে থাকি নিথর
পাখির কলতানে সবুজের নগরীতে
সমুদ্রের গর্জন ছাপিয়ে উঠে আসে
একটি প্রশ্ন! কে আমি?  আমি কে?


নিজেকেই খুজে-ফিরি
সুত্রে সুত্রে
শব্দে শব্দে
মাতাল গন্ধে
সিএনজির খটখট শব্দে
ঘোর কাটে
মাথা ঘুরে
বমি আসে
আমি ভেবে যাই
ক্ষণেক্ষণে
ধ্যানে জ্ঞানে
মনে প্রাণে


ভাবনার ডায়েরিতে
লেখা হয় কত পাতা
শত শব্দ
সহস্র বর্ণ
সাদাকালোর মিশ্রণে
আকিবুকি মিছিমিছি
ঘুরে ফিরে সেই পথে
জীবনের কানাগলিতে
উঠে আসে একটি প্রশ্ন
কে আমি? আমি কে?