আমাকে এখানেই পাবি
বুড়ো বট গাছের নিচে
ক্লান্ত দুটি চোখ অস্থির হয়ে কি যেন খুঁজছে
তোকেই খুঁজছে!
গল্প বলার জন্য!
আমি বলব, তুই মুগ্ধ হয়ে শুনবি
তুই যদি বুদ্ধিমতী হইস!
অর্থপূর্ণ চোখের না বলা গল্পগুলো পড়ে নিবি
আমি কিন্ত সব বলবনা, কিছু বলব
কিছু তুই বুঝে নিবি
সব বলার শক্তি আমার কত আগেই ফুড়িয়ে গেসে রে
আমি ঘ্রাণ নিব তোর
তুই বিলিয়ে দিবি
ঘ্রাণে ঘ্রাণে কথা হবে আমাদের
আমরা ঘুরব অতীতের সুন্দর দিনগুলোয়
ঘুরব মরিচাধরা বেদনার স্মৃতিঘরে
আমি হাসব, তুই কাঁদবি
আমি শুষে নিব তোর চোখের নোলা জল
আমরা আবার এক হব! এক হবে আমাদের তপ্ত শ্বাস!
কোন আফসোস থাকবেনা, থাকবেনা কোন অভিমান
শুধু থাকবে তোর টোলপড়া মিষ্টি হাসি
হাতে হাত রাখব
ঠান্ডা আর গরম হাতের মিলনে হবে প্রবল ঝড়!
তুই হাসবি, আমি কাঁদব!
আমার তপ্ত অশ্রুর স্বাদ নিবি তুই
তোর অধর কাঁপবে আবেগে
কিছু বলার জন্য উন্মাদ মাতাল
কিন্তু বলতে পারবিনা তুই
আমি জড়িয়ে ধরব তোকে
স্পর্শে বুঝিয়ে দিব তোর সব ভুল মাফ!
আমরা আবার এক হব!
দেখিস তুই! সত্যিইই এক হব