আমার মন বিতৃষ্ণ এই শহর থেকে...
যন্ত্র ও ইটবালির অবিরত চিৎকার থেকে..
হৃদয়হীন মানুষের ভীড়ে নিষ্পেষিত সমাজ থেকে..
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে...


এই যান্ত্রিক শহর, সময়কে পিছে ফেলার
উদ্যম নৃত্য হাস্যকর লাগে...
ধর্ষিতাদের আত্মচিৎকার আমার কানে অসহ্য ঠেকে...
পতিতাদের ছন্দাবৃত শীৎকার প্রকম্পিত করে
এই শহর...
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে...


রোজ গুম হত্যা আমায় শংকিত করে..
অসহায় বাবাদের বেদানার্ত রোনাজারি আমায় অনুভুতিহীন করে....
সন্তানহারা মায়ের করুণ বিলাপ আমার সত্তাকে প্রশ্নবিদ্ধ করে...
দম আটকে আসে, শ্বাসকষ্ট শুরু হয়...
আমি মুক্তি প্রার্থনা করি বিবেকের দায় থেকে
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে...


এই দালানকোঠার শহর, প্রাচুর্যের অহংকার
আমার সত্তাকে কুলষিত করে..
আমি আমিত্বভাবে ভুগি, নিজেকে খুঁজি..
আপন মানুষদের সান্নিধ্য খুঁজি...
মানুষের মুখে সুখ খুঁজি....
দু:স্থদের মাঝে সান্তনা খুঁজি...
পথচারী পথিকের চোখে নিরাপত্তা বিছরাই..
কিন্তু আমি পাইনা!
আমি পাই শুধু অবিশ্বাস, ছলনা, মিথ্যা ও প্রতারণার প্রশ্রয়!
আমি শুধু দু:খ দেখি মানুষ থেকে সকল প্রাণীর নি:শব্দ ক্রন্দনে...
আমি করুণ আর্তি দেখি বাকশক্তিহীন জড়বস্তুদের ছমছমে নিরবতায়..
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে...


আমার ভয় জাগে মনুষ্যরুপে পশুদের ভীড়ে হাটতে..
আমার আত্মা কেপে উঠে ধর্ষকদের সমাবেশে নিজেকে ভাবতে...
আমার অন্তর শিউরে উঠে, মজলুমদের রক্তে রঞ্জিত লোমশ হাতের স্পর্শ পেতে...
আমার বিবেক, আবেগ সমগ্র সত্তা আজ বন্দী অদৃশ্য কোন নিয়ন্তার হাতে...
যেখানে মানবতা, ভালবাসা, প্রেম, মমতা, দয়া
করুণা শব্দগুলো অর্থহীন....
আমার কি মুক্তি মিলবে এই অরণ্য থেকে?
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে...