অনেকদিন হয়া গেসে
নিজেরে বন্দী কইরা রাখসি
বাক্সের ভিতর
শরীরটারে না, আত্মারে!
কোয়ারাইন্টাইনের ভিত্রে এক প্রকার
মইরা গেসি
শুধু আমার শরীর টা জীবন্ত আছে
খাদ্য গ্রহণ করে, মল ত্যাগ করে
তবে আমি আরও আগের থেইকা
নিজেরে বন্দী রাখসি
এই যে বিশ্ব! আমি ও জীবন্ত কোটি মানুষ!
এরা কি বাইচা রইসে?
উত্তর যাইহোক, ও-ই বাল জাইনা
কি হইব?
আমার আত্মা বাইচা উঠব?
আমি বাস করি অদৃশ্য
কবরের ভিত্রে!
যেইহানে আমার আত্মা খালি কান্দে
মুক্তি খুজে, দিশার লাইগা
এইহানে ওইহানে ঠোকর খায়
আমার শরীর ও আত্মার 'কনফ্লিক্টে'
বেহাল দশা
আত্মার পাপের ভার শরীর
লইবার চায়না
শরীর পুণ্য আত্মা নিজের
বইলা দাবি করে!
তারা একের ভিত্রে দুই!
কিন্তু আমি কোথাও নাইকা
এই বিশ্ব ব্রক্ষান্ড, প্যারালাল উইনিভার্স
কোয়ান্টাম ম্যাকানিক্স ও পরলোক
নিজেরে কোথাও বিচরায়া পাইনা
এ-র লাইয়া জিগাই খালি
বাইচা রইসি আমি?.