মধ্যরাতে যখন সবাই বুনছে স্বপ্ন ঘুমের দেশে..
ছোট্ট ছেলেটি চেয়ে আছে পথে অবাক বেশে..
ক্ষুদায় তার জলছে জঠর গড়িয়ে পড়ছে জল..
মা নেই তার খাওয়াবে কে আজ নেই তার গতিপথ!
তারার রাজ্যে তাকিয়ে খোকা! মনে কোটি প্রশ্ন!
মা! তুমি কোথায় গেলে এথায় একলা ছেড়ে.
লোকে বলে, খোকা কেদো নাকো আর!
তোমার মা চলে গেছে ছেড়ে দূর আকাশের পাড়!
ছেলেটি শুধু চেয়ে আছে নীরব কাঁদছে অবুঝ মনে....
মা তার বলেছে, বাবু! সরোনা এখান থেকে...
আমি আসছি বাবা তোমার জন্য আনতে মজার খাবার...
মা চলে গেল, ফিরলোনা কভু....
ছেলেটি কাদে, জোরে জোরে ডাকে, মা!
ও মা! কই গো তুমি!
দাও গো সাড়া! তোমার খোকা বসেছে এধারে নেই কোন নড়াচড়া!  মা ও মা!
দূর থেকে মা কাঁদছে শুধু! কিই বা করবে আর!
আকাশ থেকে পারবে নাকো সান্তনা দিতে আর...
ছেলে ডাকে, মা ও মা! তুমি কওনা কেন কথা!
শুনছ নাগো আর্জি আমার দিচ্ছনা কোন সাড়া.
মা কহে, বাবাগো বাবা! কইল্যা সোনা...
পাইবিনা মোর হাতের ছোঁয়া  শুনবি নাকো ছড়া.
তোর মা আজ আছে বহুদুর পরকাল বলে কথা..
ছোট্ট খোকা ডাকতেই থাকে, মা ও মা!.........