এখন ফেরার সময়....
অনেক তো থাকলাম....
কত কি গড়লাম......
কত কি ভাঙলাম.......
কিছু কি জুড়লাম?.....
জানিনা! সাধ্য যে নেই....
কত মায়া, কত বাঁধন!....
লাল নীল হলুদ স্বপন.....
কত আশা, কত নিরাশা.....
বেদনার রংহীন ডানা.....
কিছু কি আমার?.....
জানিনা! সাধ্য যে নেই.....
এই আকাশ, এই মাটি....
এই পাহাড়, এই নদী.....
এই সিন্ধু, এই বিন্দু....
সবই ভর, সবই পর....
আমি কি আপন?....


এখন ফেরার সময়.....
চারদিকে সুখের বহর....
আমার ভাংগা ঘর......
আস্তিন পেচানো ময়লা জামা....
ছেঁড়া কুঁচকনো জুতার টুকরো...
ডাট ভাঙা লাল চশমা.....
এগুলো আমার! শুধুই আমার.....
আসলেও আমার?