এই মোহে আর কতকাল ছুটবে পথিক
সময় এসেছে ক্ষ্যান্ত দেয়ার
যাকে তুমি স্বর্গ ভেবে দৌড়েয়েছ এ যাবত
এ শুধু মরিচীকার কাই
তুমিতো বিলিয়েছ সর্বস্ব, নিবেদিত করেছ
উজার করা প্রেম
পবিত্র বন্ধনের বরকতী ফলের সুধার
সে কি স্বাধ, তা বুঝার কিসমাত কি
সহজেই পাওয়া যায়!
লাইলী সে মাজনু
শিরি থেকে ফারহাদ
কত প্রবাদ পুরুষ পেরিয়েছে এ পথ
খালেকের গোলামী ভুলে খলকের প্রেমে
ডুবিয়েছে সব!
কে কিইবা পেয়েছে
কে কি বা পাবে
প্রকৃতির রহস্য কোন সে মানব
যে বুঝিতে পারে
আমায় দেখনা এই উজাড়কালে
সব শেষ হয়ে ঘুরতেছি পথে
না ঈমান, না আমান
সব জ্বলে পুড়ে রুহ কুরবান
মোহাব্বাতের  পথে আমিও তো
হেটেছি বেশ দীর্ঘ পথ,
শুধু অশ্রু,ধিক্কার আর
নাফরাত বিনে জুটেছে কি রহমত
এক বুন্দ ইশকের শরাব
বাকী জিন্দিগী মুর্দা কাবাব
পথিক! ফিরে এসো..
আর বইবে এই যাতনার ফল
অপেক্ষার পালা দীর্ঘ না করে
চল লাব্বাইকের রাহে দূর বহুদুর......