তোমরা একটি ফুরিয়ে যাওয়া রাত দেখ
আমি দেখি ক্ষুদ্র জীবনের অন্তিম
কিছু মুহুর্তের বিয়োগান্ত প্রহর!
যে সময়ের মুল্য ও উপযোগিতা কিছুই অর্থবহ নয়।
যে রাতের প্রতি ক্ষণে ক্ষণে আমার উঠানামা শ্বাসের
কোন পুণ্য নেই,
নেই প্রায়শ্চিত্তের কোন সুনিশ্চিত ভাগ্য!
নির্ঘুম ও নিশ্চুপ সময়ের কাটা টিক টিক করে
জীবনের গল্প শুনাচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে
আমার ব্যার্থতার কিচ্ছানামা!
কিভাবে আমি পুর্বের কেহ কিংবা ভবিষ্যতের
কারো শিক্ষা কারো অসমর্থতার উপমা।
আমাকে ছেড়ে চলে গিয়ে বেশ করেছ পৃথিবী!
নইলে চিরন্তন সত্য অসম একাকীত্বের
নির্লজ্জ সত্যতার গহীনতা আদৌ উপলব্ধি হত?
আমি নিজেকে প্রশ্ন করেছি, নিজেকে জিজ্ঞাসা করেছি
একে একে বারবার সহস্রবার!
আমি কে? কি আমার পরিচয়?
জন্মলগ্ন থেকে শিখিয়ে দেওয়া পিতৃপ্রদত্ত নাম ও
ধমীয় সামাজিক পরিচয়ের উর্ধে!
আসলেই কে আমি! আত্মার ডাক শোনার অপেক্ষায়
কত সাদাকালো পথ মাড়িয়েছি,
তার কি কোন সংখ্যাগত হিসাব আছে সেনোরিটা?
কিন্তু আমি জবাব পাইনি আজো এত অব্দির পরিক্রমায়
এভাবেই শেষ লগ্নে চিরতরে আখি বুঝব
পিপাসার নহরে ডুবে?
শুস্ক আত্মা কি কখনো স্বাধ পাবে অমৃতের!
কি জানি! জানতে বড্ড ইচ্ছে হয়.....