ভাবিছো আমি মাতাল
গুলিয়েছি ধরাকুল
ভুলেছি  স্বর্বস্ব
হারিয়ে একুল ওকুল!
কিন্তু বুঝোনি মোরে
বুঝোনি মোর পথ!
দিশা নিয়ে অপেক্ষায়
ছিলুম বহু নিশি দিবাচল
আমায় পোছে যাও
এত কি দুঃখ শুনি?


দুঃখ নিয়ে বহু মানব
রয়েছে দিব্যি ফুল!
আমি বলেছি, বোকা!
বুঝতে যদি যন্ত্রণার ব্যাথা
বলিতেনা কভু
এহেন বাণী
রহিয়া বিন্দাচল


ঝাঝরা এই হৃদপিন্ড
শত সহস্র ক্ষতে
জীবন বাধিয়া অচল
থমকিয়া শ্বাস মাঝে


নাহি খাদ্য
নাহি স্বস্তি
নাহি স্বপ্ন
ধুলিয়া কল্প
আমি পুড়িয়া রহি
ধুলোময় প্রান্তরে
কেহ নাহে
একটু মোর পাশে


সান্তনার জল লহিয়া
বুঝায় মোরে
তুমি কভু পোছোনা
দুঃখ কাহারে কয়!


দুঃখ সেজন বুঝে
যেজন সহে দুখের জল


আমি কবি
গাহি গান
গুড়িয়া সকল আধার
জ্বালাই রাওশান
ভুলিয়া সকল বিভেদ
টানিয়া লই কাছে


বক্ষে চাপিয়ে শোক
করিয়া অশ্রুরোধ
চেহারায় সুখের দীপ্তি
হাসিয়া কহি
হোক কল্যাণ
হোক কল্যাণ.....