আর ইচ্ছে হয়না ভাবতে......
নতুন কিছু দেখতে......
পুরোনোকে ভুলতে.....
আর ইচ্ছে হয়না ভাবতে.......
জগতে কি আছে আর.....
শুধু মায়া ও ছায়া.......
ভ্রম আর ভ্রম.......
আর কত দম......
ভেবোনা ফুরিয়ে গেছি...
কিন্তু ক্লান্ত হয়ে গেছি.....
আর কত বল......
আর সয়না...
সত্যিই সয়না..
জানো! শুকনো পাতার মত শুকিয়ে গেছি আমি......
ভাবছ? দৈহিক পতন?...........
উঁহু, আত্মার পচন........
আত্মার মৃত্যুই তো প্রকৃত মৃত্যু! শরিরে কি এসে যায়!.
যেদিন মৃত্যু ঘটবে এই দেহের.......
ফুরিয়ে যাবে সব গল্পের প্রহেলিকা....
যবনিকা ঘটবে অসুস্থ আত্মার......
তুমি জানবে...
উপলব্ধি করবে...
ঠিকই বুঝবে......
শুধু সাড়া পাবেনা.....
তুমি কেদোনা....
একফোঁটা জল ফেলোনা....
অমুল্য জল স্ব-যত্নে চোখেই থাকুক...
অভিমানে চুপসে থাকুক...
সুরমা হয়ে স্বপ্ন আকুক......
হৃদয় ভাজে স্মৃতি ফলুক....
নতুন পৃথিবীর.....
নতুন মানুষের...।