যদি কখনো দেখা হয়ে যায় পথ পরিক্রমায়
চিনবে কি আমায় সেই চেনা চেহারায়!
যদি কখনো কানে আসে অভাগার গলার স্বর
ভাববে কি একটু হলেও মানুষটা ছিল পর
যদি কখনো চোখে পড়ে চেনা সেই হাসির ঝিলিক
দুলবে কি মন একটু হলেও এত কেন আপন লাগে
কত সময় গেল পেরিয়ে, সেকেন্ড থেকে মিনিট
মিনিট থেকে ঘণ্টার ঘর, ঘন্টা থেকে দিনের পল!
দিন, সপ্তাহ, পক্ষ পেরিয়ে মাস, হয়ত পেরিয়ে যাবে বছর
বছর থেকে যুগ-যুগান্তর,তবুও ভাববে একটুখানি
যেমনভাবি আমি সেকেন্ড ধরে
মোটা চশমার গ্লাস যখন হবে আরো পুরু
ভ্রুগুলো কুঁচকে হবে জড়সড়
তবুও কি লিখবে আমার নাম মনের পর্দায়
আঁকবে ছবি চিরনবীন ক্যানভাসে.
বলনা! আজ খুব শুনতে ইচ্ছে হচ্ছে.
যদিও পৌছবেনা কভু এই তার তব ধারে