শীতের আমেজে চোখ টানছে বেশ
ঘুম আমার রুপকথার দেশ
নিশুতি রাতে বসেছে জোনাকির মেলা
ওহে শহুরে দারুগা! এবার না হয় ক্ষ্যান্ত দাও
কৃত্রিম আলোর ধোকা
চোখ বুজলেই শুন্য স্মৃতির খাতা
সব কেমন ঝাপসা ধোয়াশে ছায়া
আমার আমি কবেই ফুরিয়ে শেষ
এখন শুধু ভংগুরে মরিচীকার রেশ
কোন একভোরে বুজবো আখি চিরতরে
সব মায়াকান্নার অশ্রু ছুড়েফেলে
সেদিন তুমি যেও ভুলে মিছেমিছি
ওপার থেকে দেখব আমি খুশি-খুশি
সব গল্পই ফুরিয়ে যায় পাতা শেষে
দোয়াত কালির কাব্য রয়ে যায় অবশেষে.....…