আমার নিঃসঙ্গ দুর্গম  পথ কাটে তোমার ভাবনায়!
আমি সুন্দর প্রকৃতির বিশালতায় এক লজ্জাবতী নারী দেখি!
যার মায়াময় চোখে নাশ ঘটে আমার সমগ্র সত্তার!
ধূলিসাৎ হয় আমার অস্তিত্বের কাঠিন্য!
আমি মোমের মত গলে যাই!
বয়ে যাই পানির মত একে বেঁকে.
ইটবালির শহর কিংবা পাথুরে পাহাড় কিছুই টানেনা আমাকে!
আমি মৃত্যু দেখি নারীর বাহুর কোমলতায়..
আমার অন্ধত্বের মৃত্যু!
আমার বৈকালের মৃত্যু!
বহমান নদী প্রচুর টানে আমাকে!
তার স্থিরতার অক্ষমতা আমায় প্রবল  আকর্ষণ করে!
আমি রয়ে যেতে চাই তার স্মৃতিতে!
যুগ পেরিয়ে শতাব্দি! শতাব্দী ঘুরে সহস্রকাল...
নদী কইবে, আমার প্রশস্ত বুকে বাস ছিল এক ভবঘুরে কবির!
তাকে মায়ের মমতায় আগলে রাখতাম!
তার সুখের রসনায় কখনো হতাম "ময়ুরাক্ষী"
তার দু:খ বিলাসে কখনো "মায়াবিনী "
আমি ছিলাম তার প্রেয়সী!
সে আমার প্রিয়তম!
আমি তার কবিতা...
সে আমার হৃদয়ের কবি...
আজ পেরিয়ে গেছে কত অব্দি!
কত অগণিত সময়ের ক্রোশ!
আমি খুঁজে ফিরি কবিকে....
আমি হতে চাই তার কবিতা.....
কবি তুমি আমার হবে?