মেঘবালিকা আমায় বলে, আমি এখন কাঁদব।
তুমি আমার জলে স্নান করবে?
আমি বলি, ওহে মেঘদেবি!
আমি তোমার স্নিগ্ধতার পুজারি!
তোমার কোমলতার পাণিপ্রার্থী...
তোমার পূণ্য জলে করে মোরে পবিত্র!
ধুয়ে ফেলো সকল পাপের আধার....


মেঘবালিকা আমায় বলে, আমি যখন শান্ত হব। অপেক্ষা করবে আমার তরে?
আমি বলি, ওহে সুখের বারি!
যখন তোমার সব অশ্রু শুকিয়ে যাবে!
আকাশের বুকে যখন এক টুকরো ছবি হবে.
নীল ক্যানভাসে সাদাকালোর রেখা হবে...
আমি অবিরত প্রার্থন করব তোমার আগমনীর!
আমার অশ্রুরর রংহীন জলে পুর্ণজন্ম ঘটবে তোমার!
তোমাকে ফিরতেই হবে আমার অশ্রুরোধে!
মিলন হবে দুজনার অশ্রুর!
প্রকৃতির সকল পোষ্যরা মেতে উঠবে উদ্যম নৃত্যে
একাত্মতা ঘটবে প্রকৃতি ও মানবের!