আমি আকাশের দিকে নির্বাক তাকিয়ে থাকি
আকাশ নদীতে মেঘের দল সারিবদ্ধ সাঁতরে  বেড়ায়.
মাঝখানে একটা তারা জলজল করে দ্যোতি ছাড়ায়
যেমন জোনাকি গভীর আধারে আলোর পথ দেখায়


আমার উদাস চোখে নিরব প্রশ্ন একে তারা বলে
কেন এই নি:সংগতা? দূর আকাশে কি দেখ?
আমি শুধাই তোমাকে দেখি, তোমার নীরব আত্মত্যাগ দেখি


বেচে থাকার শক্তি খুজি, নিজেকে খুঁজি
তারা বলে, নিজের মাঝেই খুঁজে ফের নিজেকে
আমায় ও পাবে, নিজেকেও পাবে
সকলের মাঝেই বিধাতার বাস
তোমার, আমার, সকল সৃষ্টিকুলের
আমি তাকিয়েই রই
নির্বাক তাকিয়েই রই