কোন এক শীতের ভোরে আমরা
ক'জন চললুম রেলে চড়ে....
একসাথে এতজনের রেল যাত্রা
আমাদের রোমাঞ্চিত করছিল
আমরা মোটে পাচ!  সিট একসাথে চার
আমি ভাবলুম, আমি না হয় একাই বসি
যখন বসলাম,  সামনে দেখলাম তোমাকে
কোয়াশাভোরে তুমি এক টুকরো স্নিগ্ধতা হয়ে তুমি সামনে এলে
হু হু বাতাসে উড়ছিল তোমার চুলগুলো
বড় বড় টানা টানা কি মায়াবী চোখ!
আমি মুগ্ধ হয়ে কিছু সময় চেয়ে রইলাম
তোমার উড়ন্ত চুলগুলো উড়ে যখন আমার নাকে পারফিউমের সুবাস দিচ্ছিল
তখন আমি কাচা বেলির গন্ধে মাতোয়ারা
ভেবেছিলাম আগে বাড়িয়ে তোমায় বলতে যাব হাই!
দেখলাম তোমার সাথে বেটারি চোখের  বুড়ো একটা ছাই
তখন বুঝলাম, তুমি একা নও!
পরিবার নিয়েই যাচ্ছ কোথাও!
নিজেকে নিবৃত করলাম তোমার কাছে যাওয়া থাকে!
এই অচেনা পথের রুপসী!
বলো তো, তুমি কেন এত মায়াবী?
আমি পুরো যাত্রাজুড়ে শুধু তোমার কথাই ভাবছি!
ভেবেই চলছি.....