আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে.....
নির্জন রাতে নিশাচর কুকুর ডাকে...
জোছনার বর্ণিল আলোয় ঝিকিমিকি রাজপথ.....
আমি হাটি দেখি শুধু ফাকা পথ......
তোমার বারান্দার নিভুনিভু ডিম লাইট....
আমায় বলে, খোকা! কেন বৃথা কর আশা.....
যাও তুমি যাও ফিরে, এখানে অযথাই এলে....
শেষমেশ কি পেলে?..........


আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে.....
নেশাখোর আবুল টা চোখে মেলে কি দেখে.....
অযথাই কেন শুধু এ পথ মাড়ালে.....
কষ্টরা আছে শুধু বাকি সব আড়ালে......
আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে.........


আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে.........
ক্ষুধার্ত শিশুটি কেঁদে যায় সমানে.....
মা তার চোখে মুছে হাত বুলায় কপালে...
অসহায় বাবা তার নেয় মুখ ফিরিয়ে...
আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে......


আমারো প্রেম জাগে অদ্ভুত শহরে...
স্বপ্নগুলো মিছেমিছি কথা কয় এথারে..
কান্নার রেখাগুলো শুষে নেয় সহজেই...
আমায় বলে, যাও খোকা! যাও ফিরে নীড়ে!
আর কত বনবে বোকা সাদাকালোর ভীড়ে..