তুমি এই গল্পে শেষ হতে চেয়েছিলে, আমি এখানেই  শুরু করতে চেয়েছিলাম।
তুমি এই স্বপ্নে নিজেকে রাঙিয়েছিলে, আমি অনেক স্বপ্ন এঁকেছেলুম।
তুমি এই ভ্রমেই তরী ভাসিয়েছিলে, আমি তীরে অপেক্ষায় ছিলেম।
তুমি একটি বইয়ের চরিত্র হতে চিয়েছিলে, অথচ আমি তোমায় অমরত্ব দিতে চাইলেম।
তুমি একটা গানের কলির মাঝেই সুখ খুজেছিলে, আমি তোমায় নিয়ে কাব্যমালা গড়তে চেয়েছিলাম।


দেখ! আজ পেরিয়ে কত দিবস, যুগ, শতাব্দী!
তুমি বেচে আছ কবিতা হয়ে, শব্দ দিয়ে তৈরি অনুভুতির মালা হয়ে..
মানুষ আজো তোমায় পড়ে, বিস্ময় নিয়ে ভাবে. তোমার অস্তিত্বের কল্পনা করে.
তোমায় খুঁজে! তুমি তাদের গল্পের প্রাণ!
অথচ আমি বিবর্ণ! অস্তিত্বহীনতায় মিশে গেছি মাটির সাথে!
পৃথিবী আমায় ভুলে গেছে! তোমায় মনে রেখেছে!
তুমি এই জন্মেই শেষ দেখতে চেয়েছিলে,
আমি বাঁচিয়ে রেখেছি জনম জনম!
আমার বেদনাহত অনুভুতি তোমায় দিয়েছে অমরত্ব!
তোমার বর্ণিল চোখধাধানো সৌন্দর্য দিয়েছে আমায় মৃত্যুদণ্ড!


এটাই কি গল্পের শেষ?
উহু! এই গল্পের কোন সমাপ্তি নেই! যেভাবে মৃত্যু নেই নীরবতার!
এভাবেই বেচে থেক চিরকাল!