তোমার লাইগা বাইচা থাকার স্বাদ যাগে
দেইখা যাইতে মন চায় তোমার মোহের সমাধি
তোমার শান প্রাচুর্য ও ঐতিহ্যের প্রতিলিপিতে
স্বাক্ষর রাইখা যামু আমার বিনাশের শেষ স্তবক
ভাইংগা গইড়া জ্বইলা পুইড়া ছায়ায় ভাইসা
সাদা পেইজে রক্ত দিয়া লেখুম
তোমার নাম!
শুধু তোমার নামে ভইরা ফেলুম অগণিত পাতা
আগামীর পৃথিবীর কৌতুহল জাগব
কেডায় রাইখা গেসে এই স্তুতি!
উত্তর থাকবো "প্রেমের দেবতা"
একটা ব্যপার জানতে উতসুক ক্ষয়া যাওয়া মন
একজীবনের হায়াতে কয়বার নিঃশ্বাস লয় মানুষ?
তুমি আমারে ভাবসো কি?
আমি অমর! সময় শেষ হইলে মইরা যাইব শরীর
কিন্তু আমি বাইচা থাকুম ভালোবাসায় কিংবা অভিশাপে
আমি ভালোবাসুম তোমারে, রক্ত পান করুম
তোমার শিরার, শুইষা নিমু তোমার প্রতিটা নিঃশ্বাস
তোমারে পুরাপুরি মিশায়া নিমু আমার ভিত্রে
তুমি আমি হমু এক! এক সমাধিতে ফুল দেয়া হইব নইলে মুত্র বিসর্জন!
আমার রাগ ক্রোধ আবেগ, ভালোবাসা, মায়া, আদ্রতা
সব অনুভুতির একটাই নাম একটাই স্বাক্ষ্য  তুমি!
আমার অস্তিত্বের উথান পতনের একটাই সত্য"তুমি"
তুমি মইরা যাও, বাইচা উঠো! অভিশাপে পিষো
ফিরা আহো আমার কাছে! তোমারে আইতেই হইব
এইকালে ঐকালে, স্বর্গ-নরকের উপত্যকায়!