আমি কোন কথা দেইনি
তবুও আজ আমি শর্তাধীন
আমি কোন স্বপ্ন ও দেখিনি
তবুও আমি স্বপ্নহীন
জানো! দিনগুলো কোনভাবে কেটে যায়
কিন্তু রাতগুলো! খুব নিষ্ঠুর
আমাকে তাড়িয়ে বেড়ায়
আমি পালিয়ে বেড়াই
এখান থেকে ওখানে, সেখান থেকে অন্য কোথাও
আমি অস্বস্তি বয়ে বেড়াই
আমি পরিত্রাণ চাই, সে আরো গাঢ় হয়ে জেকে বসে
আমি শান্তি চাই, চাই এক লম্বা সুখনিদ্রা
যে নিদ্রা শুষে নিবে সমস্ত প্রতিকুলতা
নি:শেষ হবে সব অস্বস্তির উৎস
দিবে নতুন এক জীবন
লিখবে নয়া উপখ্যানের বর্ণিল দিগন্ত
সমস্ত বিরহবিধুর যাতনার সলিলসমাধি
সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনার লম্বা আর্জি নিয়ে যাই
কবুল হয়না আমার আর্তি, নিভেনা বুকের দহন
আমি অনেক বড় পাপি, জগতের নিকৃষ্ট মানব
একটা পথ চাই, একটা পয়গাম খুঁজি
পাব আমি? তুমিই বলনা, সত্যিই আমি পাব কি!