আমি তো থেমেথেমে যাচ্ছি মরে
অবুঝ আত্মার ক্রন্দন কেউ শুনেনা
কেউ মুছেনা তার অশ্রুর বারিধারা
এই পাহাড়সম কষ্টের তীব্রতা যদি
বুক ফেড়ে কাউকে দেখাতে পারতাম
কারো কাধে মাথা রেখে অবদমিত
জলের বন্যা বহাতাম
কেউ যদি সান্ত্বনার তরে হলেও এলো মাথায় মায়ার হাত বুলাত!
আমি দুঃখ জয় করে বেচে থাকতে
চাইতাম সহস্র বছর!
কঠিন মুখোশের আড়ালে কুকড়ে যাওয়া ভীত মানুষের সব হারানোর ভয়!
কেউ যদি অনুভব করতে পারতো!
এভাবেই ক্ষয়ে যায় পরাজিত মানবের দল!
লোকে ট্যাগ দেয় "ব্যর্থ" বলে
গায়ে একে দেয় ব্যর্থতার প্রলেপ!


আমি মরে যাচ্ছি থেমেথেমে
তুমি বেচে থেক সানন্দে এই মায়াকাননে
এই জগতের সকল সুখের পরশ বুলিয়ে
যাক তোমার ছোট্ট পৃথিবী!
বিধাতার কাছে তোমার সুখের আর্জি ভিক্ষে চাইলুম!
ওহে মহামহিম! পরম করুণাধার!
অভাগার শেষ আর্জি কবুল করুন!
নিজের জন্য কিছু চাইছেনে এই হতভাগ্য
তোমার ধৃত পরীক্ষায় এই বান্দার
কোন শেকায়েত রইবেনা কভু প্রভু!
কোন অভিমাণ ও আফসোসের দাবী নেই
মালিক!
শুধু সুখের বারিশে ছেয়ে দাও তুমি শহর!
মুছে দিও সকল দুঃখীর জল!
আমি তো চলে যাচ্ছি সব ছেড়ে!
তুমি ভরে দিও সুখ অঞ্জলিপুরে
সমুদ্রসম বিশাল দুঃখের তরী নিয়ে বিদায়
পৃথিবী!
তোমরা বেচে থাকো.....