এই জগতে পথিক কত কি খোজো,
কত কি ভাবো, কত কি করো!
কিন্তু জানো, কি চাও তুমি?
তোমার অন্দরের সুপ্ত গুণের সেই
অবারিত সৌন্দর্যের পুষ্পবনে কি আছে!
তা কি জানো?
জন্মের পর থেকে এই যে যাত্রা মোহগ্রস্ত
ধরার এই যে নেশা, তার কিয়ংবদ সত্য কিহা
তা কি জানো?
আমি দেশমাত্রিকাহীন যাযাবর, যে পৃথিবী নামক
বহুরূপী সবুজাভ জলে পাথুরে গ্রহকেই দেশ মানি,
কৃষ্ণকায় অন্ধকারের গহীনে সৌন্দর্য খুজি,
তার কি পরম সত্যতা, তা কি জানো?
গ্রামে গঞ্জে, ব্যস্ত শহরের অলিগলিতে এই যে
দুঃখের শোভাযাত্রা চলে, দুঃখের পসরা সাজিয়ে
হুলুস্থুল বিপনন চলে, আমার বডড লাগে..
বুকে ভয় জাগে, শিক্ষিত বর্বরদের অশাস্ত্র
বুকে কাপন ধরায়, তা কি বুঝো!
হতভাগ্য মুখপোড়া মানুষরুপী হায়েনাদের
বোধগম্য হবে কোন জনমে!
যারা স্রষ্টার আশীর্বাদ পৃথিবীকে ক্রমান্বয়ে
নরক বানিয়ে ছাড়ছে, কি হে মানুষ!
কি গাত্র, কি বর্ণ, কি ভাষার মারদাংগা লড়াই
রক্ত যে তোদের লাল সকলের!
বুঝেও কেন বুঝিসনে তোরা!
পথিক আর কতকাল ভবঘুরে জীবনের তপসা করবে
এবার না হয় সংসারী হও! মানব মানবীর সংসার নহে!
প্রকৃতির সাথে গাঢ় বন্ধন বাধো!
এই গাছ, ভুমি, পাহাড়, নদী সকলে তোমার আপন সহে!
প্রেম মাতো গভীর প্রকৃতির সাথে!
বাচিয়ে রেখেছে তোমাগো মায়ার চাদরমুড়ে!
বুঝ না কেন হে!!!!!!
নাও ডোবার আগে?
বডড দেরি না হয় তটে.....