সত্য মানতে খুব ত্যাক্ত জানি আমি
তবুও মন কি মানে বলো?
মন তো যুক্তি বুঝেনা,মুক্তি খোজে
ভুল শহরে ভুল পরিবেশে না হয় এলাম আমি
না না,আমি কোন যোদ্ধা নই
নই কোন বোদ্ধা!
সাধারণ অপরিপক্ক একজন মানুষ
গুণহীন ত্রুটিযুক্ত তিতা ফল
দোষেভরা গন্দম! তাতে কি সব বদলে যাবে?
আমি এমন ই! গ্রহণ করতে পারো আর নাই বা পারো
ভালোবাসাহীন এক জীবন তো কেটে গেল খুব!
শেষ কদিনে কি যায় আসে, বলো!
একদিন চলে যাব দেখ! তোমাদের এই পৃথিবী ছেড়ে
পর্বত নৈসর্গ রুপকথার ওপারে
অন্ধকারের দেশে! তোমরাই থেক এই ধরণীতে
মিছে স্বপ্নের বাতায়নে ফুল ফুটিয়ে
মান-অভিমান, দায়-ভালোবাসা ছাপিয়ে
একটি কথাই রইল" সুখ আসুক নীল আকাশ ছেড়ে
ভুমিতে,তোমাদের দিবস কিংবা রজনী হোক মধুময়"
আমিও পেলুম মুক্তি সব পিছুটান থেকে.....
ভালো থেক পৃথিবী! ভালো থেক সব......
ভালো লাগার দেশে...