আমি যখন ক্লান্ত হয়ে চোখ বুজি...
অন্ধকার জগতে ভেসে উঠে একটা মুখচ্ছবি.....
অন্ধকারে ধীরে ধীর রঙ ধরতে থাকে.......
দূরে অনেক দুরের মুখচ্ছবিটা কাছে আসতে থাকে, একসময় হয়ে উঠে জীবন্ত!
আমরা মুখোমুখি হই, তাকিয়ে থাকি মুগ্ধতায়.....
চোখে চোখে কথা শুরু হয়.....
আমি অনেক কিছু বলতে থাকি, যা আমি কাউকে বলতে চাই....
সে মুগ্ধ হয়ে শুনে, তার চেহারায় লেগে থাকে মুচকি স্ফীত হাসি......
যা দোল দিয়ে যায় আমার হৃদয়ের প্রতিটি স্তরে....
আমি কাঁপতে থাকা হৃদস্পন্দন শুনতে পাই....
সে শুধু শুনেই যায়, বিরক্ত হয়না, আমায় বাধা দেয়না.....
শুনেই যায়......
একসময় ফুরিয়ে যায় কথার বান...
সে শুধু বলে, বাইরে যাবে?
আমি মাথা দোলাই, সে আস্তে করে আমার হাত ধরে, আমরা হাটতে থাকি...
পেরিয়ে যাই কত দেশ, কত পাহাড়, কত নদী...
কখনো মরুভূমির উত্তপ্ত মগজচোষা রোদ..
কখনো শীতল হিম করা বরফের নিরব গর্জন.....
তবুও আমরা হাটি....
হাতে হাত রেখে হৃদয়ের একাত্বতায়....
একসময় ফুঁড়িয়ে যায় রাত....
ফ্যাকাশে হয়ে উঠে অন্ধকার.......
প্রবেশ করে আলোর রওনক.....
ঝাপসা হতে থাকে আমার প্রিয়সীর অবয়ব.......
আমি ধরে রাখতে চাই তার হাত দু'পাঞ্জার শিকড়ে.....
কিন্তু সে ছেড়ে চলে যায় আমায়....
আমি কাদি, চিল্লাই, দৌড়াতে থাকি....
পাগলের মত, উন্মাদনায় সব ভুলে.....
সে ঝাপ্সা হয়ে উঠে.....
মিলিয়ে যায় তার ঠোটের স্ফীত হাসি....
লাস্যময়ী চোখগুলো হয়ে উঠে অশ্রুস্নাত....
বয়ে যায় অশ্রুর মুক্ত মালা......
একফোঁটা জল আর তীব্র বেদনার্ত স্বর...
"ভালো থেক প্রিয়"......


-
"জীবন যদি রুপকথা হত, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড  মিউজিক ঠিক ই বাজত.....


*যো ওয়াদা কিয়া হ্যায়, নিভানা পারেগা,
রোখে জামানা চাহে,রোখে খুদায়ী...
আনা পারেগা.....


জানো! আমি প্রতিদিন ই ওয়াদা নিভাই,অপেক্ষায় থাকি সেই মুহুর্তের....