তুমি বলেছো,
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি বড্ডো বেশি সেকেলে,
আমার তেল ভেজা চুলে নাকি
ভেসে ওঠে গ্ৰাম‍্য কাদা আর ধূলো !
আমি নাকি আধুনিক নই,
        ছিলামও না কখনো..।


তুমি বলেছো ,
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি বড্ডো বেশি সাধারণ!
অবহেলার ঘাসফুলই নাকি আমাকে আনন্দ দেয়,
অথচ স্পর্শেই কাঁটা দেয় গোলাপের পাপড়িটাও..
আমি নাকি ফুলের সৌরভ চিনি না,
         চিনতামও না কখনো..।


তুমি বলেছো,
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি বড্ডো বেশি অভিমানী !
ক্ষুধার্ত পথশিশুর অশ্রুহীন কান্নাও নাকি
আমাকেও কাঁদিয়ে মারে অনন্তকাল।
আমি নাকি হাসতেও জানি না,
            হাসতামও না কখনো..।


তুমি বলেছো
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি একটু বেশিই মায়াবী !
৭০০ কোটি মানুষের অসুখ নাকি
আমার দেহে বাসা বাঁধছে দিনের পর দিন।
আমি নাকি কোনদিন সুখি হবো না।
               হতামও না কখনো..।


তুমি বলেছো,
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি বড্ডো বেশি কল্পনাবিলাসী..!
আমি নাকি তোমাকে পেতে চাই সহস্রাব্দ কোটি বছর জুড়ে,
অথচ তার আগেই নাকি ধ্বংস হবে পৃথিবী।
আমি নাকি স্বপ্নটাও সাজাতে পারি না,
                পারতামও না কখনো..।


তুমি বলেছো
আমাকে দিয়ে নাকি চলবে না।
আমি নাকি বড্ডো বেশিই ভালোবাসি তোমাকে.!
পৃথিবীর সমস্ত ভালোবাসা নাকি আমার কাছে তেমন,
যেমনটা মহান হিমালয়ের কাছে কেওক্রাডং..
যদিও তুমি নাকি কোনদিনই ভালোবাসো নি আমায়.,
             আর বাসবেও না কখনো...।