আমার প্ল্যাকার্ডে শ্রমিকের জন্য আলাদা কোন দাবি নেই।
সেখানে কোথাও লেখা নেই,
আমি শিশুদের জন্য নিরাপদ শৈশব, কৈশর কিংবা যৌবন চাই।
অথবা যে শহরে কোটি টাকায় বিক্রি হয় তিন ফুট ভাঙা কবর,
সে শহরে আলাদা কোন খেলার মাঠের দাবি নেই তাতে।
আমার প্ল্যাকার্ডে আলাদা করে নারী মুক্তির কথা নেই।
বয়স্ক পুরুষের সামাজিক নিরাপত্তার দাবি নেই,
প্রতিবন্ধীর স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চাওয়ার দাবি নেই,
আমার প্ল্যাকার্ডে কোন হিন্দু মুসলমান নেই,
বৌদ্ধ খৃষ্টান নেই, আদিবাসী বাঙালি নেই,
ধনী গরীব নেই, ছুতার কামার নেই,
মেথর মুচি নেই, কুলি মজুর নেই।
আমার প্ল্যাকার্ডে কোন ভারত পাকিস্তান নেই,
আমেরিকা জাপান নেই, ইসরাইল ফিলিস্তিন নেই
রাশিয়া ইউক্রেন নেই, এশিয়া ইউরোপ নেই।
আমার প্ল্যাকার্ডে প্রতারিত প্রেমিকের জন্য আলাদা কোন দাবি নেই,
আমার প্ল্যাকার্ডে কোথাও লেখা নেই আমি
কোন যুদ্ধ ছাড়াই পার হতে চাই মহানগরীর ব্যস্ততম পথ।
অথবা যে সড়কে প্রতিদিন হাজারটা খুন হয়,
বসন্তে ঝরে যাওয়া শুকনো পাতার মতো
আমার প্ল্যাকার্ডে সে সড়ক নিরাপদ হবার কোন দাবি নেই।
আমার প্ল্যাকার্ডে বাউলের জন্য আলাদা কোন দাবি নেই,
কিংবা হাওড়ের কৃষক, মধ্যম আয়ের বাঁধ ভেঙে
উন্নয়নের জোয়ারে ভেসে যায় যার ঔরসের ফসল
আমার প্লেকার্ডে আলাদা করে তাদের জন্য টেকসই বাঁধের কোন দাবি নেই।
আমার প্ল্যাকার্ডে কোন প্রেমিক ত্যাগী নেই,
ভিক্ষু যোগী নেই, ফাদার ইমাম নেই
গৃহী সন্ন্যাসী  নেই, দস্যু সাধু নেই।


আমি শুধু "মানুষের মুক্তি চাই, মানুষের অধিকার চাই",
এই একটা দাবিতে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে
তোমাদের সংগ্রামী মিছিলে এসেছি..।।