যে অল্পতেই সুখী হয়, তাকে তুমি
সামান্য একটু ভালোবাসলেই পারো।
এক চুমুকেই যার তৃষ্ণা মেটে, তাকে তুমি
দিতেই পারো এক ফোঁটা বৃষ্টির খোঁজ।
এক মুঠো ভাতেই  যার ভরে যায় পেট, তাকে তুমি
সাধলেই পারো আরেক চামুচ নতুন ভাতের ভাগ।
যার দু-কদমেই শেষ হয় পথ, তাকে তুমি
বললেই পারো চলো একটা কদম একসাথে চলি।
যে তোমার ফেরার পথে রোজ গায় গান,তার কাছে
শুনলেই পারো দুই লাইনের জাতীয় সংগীত।
তোমার মুখের দিকে রোজ একবার নীরবে তাকায় যে,
তাকে তুমি একবার বললতেই পারো, কী খবর.?  ভালো.?