আমার বুকের খাঁচার ভেতর
গোলাবারুদ কারখানা,
মাথার ভেতর অস্ত্র বোঝাই
হাতের মুঠোয় হাতবোমা।


চোখের তারায় আলোর ছলে
জ্বলছে মশাল লালচে আভা,
শিরায় শিরায় রক্ত নাকো
অগ্নিগিরির গরম লাভা।


খুব সয়েছি তোমার হেলা
শোধ করোনি কোন ঋণ,
পণ করেছি গুঁড়িয়ে দেবো
তোমার বুকের খাস জমিন।


মারব না হয় মরেই যাবো
পড়বে না হয় আমার লাশ,
রোজ দুপুরে মরার চেয়ে
একবারই বাঁচ মিটিয়ে আশ।।