প্রার্থনায় নয়,
আমাকে অভিশাপে রেখো তুমি রোজ
ভালোবাসায় নয়,
ঘৃণাতেই কোরো তুমি আমাকে খোঁজ।
স্পর্শ নয়,
বরং আমাদের থাকুক একটা নিরাপদ ব্যবধান
কাছাকাছি নয়,
বরং দূরত্বই হোক আমাদের জাগতিক সমাধান।
খোলামেলা নয়,
বরং তোমার আঙিনায় আরও উঁচু দেয়াল উঠুক
গোলাপ নয়,
আমাদের সবগুলো গাছে বরং কাঁটাই ফুটুক।
আলোতে নয়,
বরং অন্ধকারে কেটে যাক আমাদের দিন
ভালোতে নয়,
বরং মন্দের কাছে বেড়ে যাক আমাদের ঋণ।
দৃষ্টিতে নয়,
বরং না-দেখাই হোক আমাদের প্রতিদিনের অভ্যাস
সৃষ্টিতে নয়,
বরং বিনাশেই হোক আমাদের নিত্যকার বসবাস।
আনন্দ নয়,
বরং বেদনাই হোক আমাদের প্রিয়তম দোসর
পাওয়া নয়,
বরং বিচ্ছেদই হোক আমাদের ঐকমত্যের বাসর।
বসন্ত নয়,
গ্রীষ্মের দুপুরে ভরে থাক আমাদের পুরনো খাম
মায়া নয়, অবহেলা,
বরং অবহেলায় হয়ে উঠুক আমাদের ভালোবাসার নাম।


25-03-2022