একটা দমকা হাওয়া, এলোমেলো করে দিয়ে গেল সবকিছু।
বৃথাই কি ভেবেছি তবে, আজ ফের মাথা হবে উঁচু..!!
যদিও বিছানা বালিশ রেখেছিলাম গুছিয়ে,
টেবিলের উপরটাও রেখেছিলাম মুছিয়ে।
ঝাড়ু দিয়ে ঘর হতে ধূলোগুলো ঝাটিয়ে
বিদায় করেছি আজ, নিজ হাত খাটিয়ে।
নাচি নাচি মনে মনে বউকে ডাকিয়ে,
ভাবলাম কি করেছি, তাকে দেই দেখিয়ে।
বউ তুমি শুনছো, যেই এলো মুখে
বাতাসও বেহায়া বড়ো, ঘরে গেল ঢুকে।
নিয়ে এলো সাথে করে মরা আম পাতা,
দরজায় দেখি চেয়ে, বউরাণীর মাথা।
মেঝেতে মরার পাতা, সেই দিকে তাকিয়ে
মুখ ঝেড়ে বলে বউ, পুরো মাথা ঝাঁঁকিয়ে,
" চোখ দিয়ে দেখে তুমি, করতে যদি একটাও কাজ...!!"
সেই অমর বাণী, আবারও শুনতে হলো আজ...।