বিরক্ত করবেন না স্যার, তদন্ত চলছে তার
ওমুকের মৃত্যুতে, তমুকেরও মন আর মেজাজটা ভার।
মানুষের মৃত্যুতে মানুষেরও আছে কিছু দায়,
তদন্তে বোঝা যাবে, কার পাপে কার কতটুকু সাঁয়।
লঞ্চ ডুবে মরে গেল, বেশ কিছু ছেলে বুড়ো
আগুন আর বাস পিষে, রোজ আরো লোক কিছু মরছেই।
সরকারও বসে নেই, কমিশন হয়ে গেছে
অপরাধি যেই হোক, খোঁজ পেতে জোরশোর তদন্ত চলছেই..।
না-বুঝে কার দোষ কার ঘাড়ে দিয়ে দেবে,
তাই বলি তদন্ত ঠিকঠাক হওয়া চাই।
আগুনে পুড়লে লোক, আগুনও দোষী হোক
নিন্দুক কিছু লোক এমনিতে বলবেই, কমিশন বসে বসে গাঁজা খাই।
বাসটাও দায়ি হবে, হোক তার প্রাণ নেই
রাস্তায় লোক পিষে মারলেই।
মরে যাওয়া লোকটারও দায় আছে নিশ্চিত,
বের হবে তদন্ত করলেই।
ধর্ষনে দায়ি নয়, ধর্ষক যেই হোক পুরোটা..,
নারী কেন জীবিকায় বের হবে রাস্তায়,
ধর্ষনে তার দায় শুরুটা।
তাই থাকো চোখ বুজে, কি লাভ দায় খুঁজে
যায় যাক  প্রাণ যার বেঘোরে
পুলিশেতে ঘুষ দিলে, চোর পুলিশ যায় মিলে
না দিলেই নিষ্পাপ শ্রীঘরে..
তাই বলি চুপ থাকো, বিচলিত হয়ো নাকো
তদন্ত চলছেই চলবে
ওপরে বিধাতা নাকি, বসে আছে ন্যায় নিয়ে
একদিন কি জানি সে বলবে..
তদন্ত চলছেই..., চলবে.....