নামটি আমার ছোটন ছেলে ছুটতে ভালবাসি,
             এদিক সেদিক বেড়াই ছুটে কাজের পাশাপাশি।
ঘুম পাড়তে মন বসেনা চোখের পাতা মেলে,
        ঘুড়ি কাটার স্বপ্ন দেখি দুষ্টু কটি ছেলে।
বাঁদরামিতে ভীষণ মজা দুষ্টুমিতেও তাই,
       আপন মনে বেড়াই ছুটে মন যেদিকে চাই।
কিন্তু আমি আলসেমি নয় যখন যে কাজ বাঁধে,
               হাসি মুখে ঘাড় পেতে নিই কাজের জোয়াল কাঁধে।
  পড়তে বসার সময় হলে পড়াই মেতে থাকি,
            লেখা পড়া ছাড়া জীবন ষোলো আনাই ফাঁকি।
মিথ্যা কথা কভু আমার নাহি আসে মুখে,
         পরের সুখে হাসি আমি কাঁদি পরের দুঃখে।
ছুটতে আমি খুব মজা পাই খানেক সময় পেলে,
             মিছে সময় করিনা পার ব্যয় একটু অবহেলে।
তাইতো আমি স্বপ্ন দেখি ছোটাছুটির শেষে,
         সত্যি কারের মানুষ হবো সোনার বাংলাদেশে।