অতৃপ্ত এক তালে গোলে চলছে মানব জাতি,
পাল্লা দিয়ে ফুঁলে ফেঁপে হতেই হবে হাতি।
টাকার পিছে ছুটতে গিয়ে মানুষ,
নিজের জন্য পাচ্ছে না কেউ সময়।
আপন ঘরে কখন যে পর হচ্ছে চুপি চুপি,
হৃদয় নীড়ের সুখ পাখিটা যাচ্ছে চলে কোমায়।
আমরা মানুষ ছাঁদ বানাতে শিখে,
আকাশটাকে যাচ্ছি কেবল ভুলে।
যন্ত্র গড়া হরেকরকম রোবট পেয়ে হাতে,
মানুষ নামের প্রাণীটাকে রাখছি শিকেই তুলে।
উল্টো পথে চলতে গিয়ে পথ হারা সব মানুষ,
পথের বাঁকে পথ হারিয়ে পথেই পড়ে মরে।
অস্তিত্বহীন মানুষ কি আর মানব জনম পাবে?
এসব ভেবে ভেতর ভেতর কাঁপছে ভীষণ ডরে।
আমরা সবাই কেমন যেন কাঁচের মত ভীতু,
ভেঙলে জোড়া লাগবে না তাই হচ্ছি ভয়ে জড়ো।
কিন্তু মানুষ জন্ম থেকেই নদীর মত বিশাল,
ভাঙবে যত ততই কেবল হবেই শুধু বড়ো।