ফেসবুক, যাকে নিয়ে সারা দুনিয়া ব্যস্ত
যার ওপরে অনেকের অনেক কিছু ন্যাস্ত
ছবি তুলে আপলোড যখন তখন ইচ্ছে মতো
কথা বলা, লেখালেখি আছে ব্যবসা বানিজ্য
দুর্বল ভিতুর প্রেম করার সাহসী ক্ষেপণাস্ত্র
বিরহীর ডায়রি স্মৃতি লুকানোর গোপন বাক্স
গান, কবিতা, নাচানাচি, হাসাহাসি হাজারো ছন্দ
ধর্ম, কর্ম, মৃত্যু সংবাদ, অসুস্থতা, ভালো মন্দ
হঠাৎই ভাইরালে হওয়া যায় চরম জনপ্রিয়
এই ফেসবুক সবার জন্য দিল খোলা উন্মুক্ত
সেই খোলা দরজা মন আমার করতে চায় বন্ধ
আমি মনে হয় পাগল, চোখ থাকতেও অন্ধ।