বারো জনের খেলা
বসেছে এক মেলা
কেউ সেজেছে ওস্তাদ
কেউ হয়েছে চেলা
পিন্টু এসে ফন্দি আঁটে
আরমান সাপোর্ট করে তাকে
রেজাউল বলে ঠিকই আছে
জহুরুল শুনে মুচকি হাসে
মামুন যখন ধরে গান
লোকমানের জুড়াই প্রাণ
আলীর শুধু হায় হায়
সিহাবের চোখ বইয়ের পাতায়
রহুল বেশ চালাক তাই
মজনুর ঘুম ভেঙ্গে দেয়
কবি সাহেব কবিতা লেখে
অন্য সবাই চেয়ে থাকে
সবার বুকে ধুক ধুক
কবিতায় কি আছে সুখ ?
তুহিন বলে কবিতা পড়ে
না বুঝে মাথা ঘোরে
তারপরেও কবি লেখে কবিতা
বারো জনের খায় মাথা।