একটি ছবি, লাখো জনকে বানাল কবি
বৃত্তের মাঝে লুকিয়ে থাকা শতাব্দী সেরা ছবি

বাঁকা ঠোটের মাঝে মুক্তোর ঝলকানি
বন্দুকের তীর যেন দুচোখের চাহনি

সাদা পেড়ে লাল শাড়ি, অপরূপ তুমি নারী
কপালের কালো টিপ সৌন্দর্যে বাড়াবাড়ি।

ঝাঁকড়া চুলের ফাঁকে উঁকি মারে সাদা দুল
তুমিই গোলাপ, জবা, তুমিই ভরাট গাঁদা ফুল।

নিলামে উঠেছে আজ দুর্লভ সেই মায়াবী ছবি
কিনতে না পারলেও, দেখেই হয়ে গেছি কবি।