আমি ঠিক মতো কথা বলতে জানিনা
হৃদয়ে কোনো আবেগ নেই তাই লিখতেও পারিনা
কবিরা অনর্গল লিখে যায়
ওসব নাকি হৃদয় পোড়া কষ্টের ঝোল
কাক আর কোকিলের কন্ঠে পার্থক্য পাইনা
আমার ভাবনা গুলোতেও গন্ডগোল।
প্রেম কি অনুভবে আসেনি কোনোদিন
কিন্তু নিজ গরজেই বিয়ে করেছিলে আমাকে
হয়তো অন্যের অবহেলার প্রতিশোধ।
অনেক অবহেলা করেছো গায়ে মাখিনি
শুনেও না শোনার ভান করেছি কটু কথা
আমি নাকি তোমার জীবনের বোঝা
তুমি নাকি পাহাড়ের চেয়েও ধৈর্য শীল
কিন্তু কতোটা ধৈর্য তোমার, প্রস্ন মনে
তুমি কি শত লুচ্চার বীর্য ধারন করা
রাস্তার মোড়ের পাগলীর চেয়েও ধৈর্য শীল?