বিবেকের দংশনে আমি হায় অগ্নি স্নাত
বারবার ক্ষয়, মহা প্রলয়
করছে আমায় চূর্ণ, আজ আমি আশাহত ।
যাদের হাতে নিয়ন্ত্রন, বিবেক তাদের কুলষিত
এখানে ওখানে, পৃথিবীর সব খানে
ওদের প্রতি ঘৃণা, মান নিয়ে সবাই ভীত ।
আমারও সাহস আছে, ভদ্রতায় আবৃত
যত্র তত্র তার করিনা ব্যবহার ।
মনুষত্ব আর ধর্মে এ শরীর মিশ্রিত ।
আমার মতো মানুষ গুলো বর্তমানে বড় অসহায়
প্রাণে আছে বল, তবু তো অচল
পাকা নই মোরা ভণ্ডামি আর ছলনায় ।
পোলিও খেয়েছে ছোটটাকে, মেঝ টাকে সমাজ
এই যে আমি, কতটুকু দামী
মূর্খ এসে শাসায়, কিসের বি,এ পাস !!
বুকের কান্না যায়না চাপা, দুচোখ ফেটে বেরিয়ে আসে
আমার এ মন হতাশ জীবন
পুড়বে কতো আর মহা সর্বনাশে !
সততা আর বিশ্বাস নিয়ে, আমি কি খুব মূল্যহীন ?
এভাবে তাই, বাঁচার সাধ নাই
মরতে চায় আজ ফখর উদ্দিন ।
লেখার তারিখঃ ২৪/০৮/২০০৪